নোয়াখালী : বন্য কুকুরের কামড়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৭৫ ভেড়ার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী ফেনী জেলার সোনাগাজীর আবুল্ল্যার চরে একটি খামারে এ ঘটনা ঘটে। খামারটি উপজেলার মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনের বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী খামারের মালিক শাহীন চৌধুরী বলেন, ‘কয়েক বছর ধরে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আবুল্ল্যার চরে একটি ভেড়ার খামার গড়ে তুলেছি। খামারে ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক ভেড়া ছিল।
বৃহস্পতিবার রাতে খামারের রাখাল ও পাহারাদার সেলিম বাজারে নাশতা করতে যায়। এ সুযোগে ছয়টি বন্য কুকুর খামারে হানা দেয়। সে সময় কুকুরের কামড়ে ১৭৫টি ভেড়া মারা যায়। এদের মধ্যে ১৫০টি ভেড়া গর্ভবতী ছিল। ’
তিনি আরো জানান, এতে তার আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান জানান, এ বিষয়ে তিনি অবহিত নন। তবে খোঁজখবর নিয়ে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।