এমটিনিউজ২৪ ডেস্ক : লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষিকা রৌশন বিনতে শফিক (৪৪) ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আজ শুক্রবার (১৯ মে) সকাল পৌনে ৯টার দিকে লাকসাম পৌরসভার সামনে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় তিনি এই দুর্ঘটনার শিকার হন।
লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার সামনে দিয়ে যাওয়া লাকসাম-নোয়াখালী রেললাইন পার হচ্ছিলেন ওই শিক্ষিকা। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী আন্ত নগর উপকূল এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় পড়ে গিয়ে ট্রেনের চাকার নিচে চলে যান তিনি। এতে দেহ থেকে মাথা এবং একটি পা বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সূত্র জানায়, নিহত ওই শিক্ষিকার বাবার বাড়ি পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শফিকুল হোসেনের মেয়ে। তাঁর বাবাও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চাকরির সুবাদে তিনি উত্তর লাকসামে একটি বাসায় ভাড়া থাকতেন।
এ ব্যাপারে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. জসিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।