শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ১১:২৫:১৫

ভয়াবহ আগুন, মুহুর্তেই ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে

ভয়াবহ আগুন, মুহুর্তেই ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রেলগেট সুপার মার্কেট, আজিজ মার্কেট ও বিওসি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে রেলগেট সুপার মার্কেটে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ছুটে এলেও আগুন মুহুর্তেই পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। 

পরে চৌমুহনী, মাইজদী, সেনবাগ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই আগুনে মার্কেটের কসমেটিকস, ইলেকট্রনিকসসহ অন্তত ১৫টি দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

আগুনে পুড়ে যাওয়া সাইফুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম বলেন, আজ মার্কেট বন্ধ ছিল। হঠাৎ খবর পেলাম আগুন লেগেছে। দোকানের সামনে এসে দেখি আমার সব পুড়ে ছাই। আমি শেষ হয়ে গেলাম।

অগ্নিকাণ্ডে তন্ময় ইলেকট্রনিকস নামের ক্ষতিগ্রস্ত দোকানি তন্ময় বলেন, এখানে ছোট ছোট অনেকগুলো দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের কোটি কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানো শুরু করে। 

পরবর্তীতে সোনাইমুড়ী ও সেনবাগ ফায়ার সার্ভিসের দুইটিসহ মোট ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের জানামতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে