শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৫৭:৩২

মোবাইল ঠিক করতে দিয়েছিলেন তরুণী, তারপর যা হলো

মোবাইল ঠিক করতে দিয়েছিলেন তরুণী, তারপর যা হলো

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক নারীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে মোশারফ হোসেন টিটু নামে একজন মোবাইল মেকানিক গ্রেপ্তার হয়েছেন। শহরের সুপার মার্কেটের ৫ম তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিবি সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন টিটুর কাছে মোবাইল ঠিক করতে এসেছিলেন এক তরুণী। সেই মোবাইলের ট্র্যাশে (রিসাইকেল বিন) ওই তরুণীর একটি ব্যক্তিগত ছিল। 

ভিডিওটি দেখে নিজের মোবাইলে নিয়ে নেন টিটু। তারপর ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই তরুণীর কাছে ২ লাখ টাকা দাবি করেন তিনি। পরে ওই তরুণী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে টিটুকে গ্রেপ্তার করে ডিবি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে