রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭:৩৭

পবিত্র কোরআন উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ইসলামী ছাত্রশিবির

পবিত্র কোরআন উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ইসলামী ছাত্রশিবির

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের কোরআন উপহার দিয়ে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোবিপ্রবি শাখা। 

শিক্ষার্থীদের বরণ করতে ফ্রেশার্স রিসেপশন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করে সংগঠনটি। এসময় অনুষ্ঠানে প্রায় ৬০০ শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দেওয়া হয়েছে।এ ছাড়াও বই, কলম, ফুলসহ অন্যান্য উপহার প্রদান করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর)  নোয়াখালীর মাইজদী শহরের দত্ত বাড়ি মোড়ে অবস্থিত নয়া কনভেনশন সেন্টারে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালীর মাইজদী শহরের দত্ত বাড়ি মোড়ে অবস্থিত নয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ছয় শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে কুরআন মাজীদসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

নোবিপ্রবি ছাত্রশিবির সেক্রেটারি আরিফুর রহমান সৈকতের সঞ্চালনায় এবং সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং স্বপ্ন বাস্তবায়নের উপায় নিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী বলেন, আমাদের প্রথমে পশু থেকে মানুষ হতে হবে। যদি তুমি একজন জ্ঞানসম্পন্ন মানুষ হতে চাও তাহলে নিজেকে প্রতিদিন চারটি প্রশ্ন করবা কি, কেন, কখন, কিভাবে? এখানে ভালো খারাপ সবকিছু আছে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোনটা নিবে নিজেকে ধ্বংস করবে না নিজেকে শ্রেষ্ঠতম জায়গায় নিয়ে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রশিবির ইসলামিক সৌন্দর্যের দিকে ডাকে। এখানে কাউকে জোর করে আনা হয় না। ভালো লাগা থেকে ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হয়। ছাত্রশিবির মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে।

তিনি বলেন, আমরা ইমপ্রুভমেন্টের কাজটা করি। যার পছন্দ হবে, সে আমাদের সঙ্গে যুক্ত হবে। আমাদের একটিভিজম দেখে যদি কারো ভালো লাগে, সে আসতে পারে। এখানে এলে নিজেকে গড়া যায়, অ্যাকাডেমিক এক্সিলেন্সি তৈরি করা যায়, আবার নেটওয়ার্কিং ডেভেলপ করার সুযোগও পাওয়া যায়।

তিনি আরও বলেন, শিক্ষার্থী জীবনের সঠিক ব্যবহার শিখতে হলে ইসলামী জীবনবোধকে আঁকড়ে ধরতে হবে। ছাত্রশিবির সেই সৌন্দর্যের দিকে আহ্বান জানায়। ছাত্রশিবির কেবল রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি আদর্শভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে একজন শিক্ষার্থী তার চরিত্র, জ্ঞান ও দক্ষতা দিয়ে নিজেকে গড়ে তুলতে পারে। আপনারা পরামর্শ দিবেন। কার কি পরামর্শ আছে আমরা সারাদেশ থেকে সবার পরামর্শ নিচ্ছি সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে আমরা সব বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে নোবিপ্রবি শিবির সভাপতি আরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি একটি ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। রমজান মাসব্যাপী ‘গবেষণায় হাতে খড়ি’ নামে একটি কর্মশালায় ২০০ শিক্ষার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন। বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়াও নবীন শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তা হিসেবে প্রায় এক লাখ টাকা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে