শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৫:৪৫

২৩ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়ল জাল ছাড়াই

২৩ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়ল জাল ছাড়াই

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জাল ছাড়াই ধরা পড়েছে প্রায় ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, স্থানীয় জেলে আনোয়ার হোসেন জাল ফেলতে গিয়ে নদীর তীরে সাদা কিছু ভাসতে দেখেন। কৌতূহলবশত কাছে গিয়ে তিনি দেখতে পান—নদীর কিনারে ভেসে রয়েছে একটি বড় আকারের কোরাল মাছ। অবিশ্বাস্য এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন আনোয়ার। তিনি সঙ্গে সঙ্গে মাছটির ছবি ও ভিডিও ধারণ করেন। পরে বড় ভাই সিরাজের সহযোগিতায় মাছটি কাঁধে করে স্থানীয় বাজারে নিয়ে এলে তা দেখতে উৎসুক মানুষ ভিড় জমান।

স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে কেজিপ্রতি ৭৫০ টাকা দরে মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।

জেলে আনোয়ার হোসেন বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অভাবের সময় জাল ছাড়াই নদীতে ভেসে থাকা এত বড় কোরাল মাছ পাওয়া নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে বড় একটি রিজিক।

তার বড় ভাই সিরাজ বলেন, এতবড় মাছ পাওয়ায় আমরা খুব খুশি। বাজারে নিয়ে এলে মানুষ ভিড় করে মাছটি দেখতে আসেন।

আনোয়ার হোসেন বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং মোহাম্মদ আব্দুল গনির ছোট ছেলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে