আরাফাতুর রহমান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদিশপুর গ্রামের আলতু মিয়ার কিশোর ছেলে আব্দুল আজিজ (১৬) কে অপহরন করেছে দুর্বৃত্তেরা।
অপহরণের ২০ ঘন্টা পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। কিশোর চন্দ্রগঞ্জ পুর্ব বাজার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
গত শুক্রবার রাত ৯ টায় বাজারে কেনাকাটা করে আব্দুল আজিজ বাজার থেকে বাড়ি ফেরার পথে কিছু দুর এলে পুর্ব থেকে ওঁৎ পেতে থেকে ৩-৪ জন চিহ্নিত অপহরণকারী সন্ত্রাসী অস্ত্রের মুখ জিম্মি করে সিএনজিতে তুলে নিরাপদ স্থানে নিয়ে যায়। রাতেই কিশোরের পিতা আলতু মিয়া বেগমগঞ্জ থানায় জিডি করেছে।
স্থানীয়রা জানান, কিশোর আব্দুল আজিজ বাজার থেকে কেনাকাটা করে বাড়ি যাওয়ার পথে বাজার থেকে আধা কিলোমিটার পুর্বে যায়। এ সময় পুর্ব থেকে ওঁৎ পেতে থেকে ৩-৪ জন অপহরণকারী স্থানীয় সন্ত্রাসীরা আব্দুল আজিজের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি রেখে সিএনজিতে তুলে তাদের নিরাপদ স্থানে নিয়ে যায়। রাতেই আলতু মিয়া ছেলে বাড়িতে ফিরে না আসায় খোজাখুজি করে না পেয়ে বেগমগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে জিডি করেছে।
এদিকে বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, কিশোর আব্দুল আজিজকে কে বা কারা অপহরণ করায় আলতু মিয়া থানায় অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে জিডি করেছে। অপহৃতা কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে।
৮ জুলাই ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস