সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৮:০৮

নোয়াখালীতে যুবলীগের হামলায় ৭ পুলিশ সদস্য আহত

আরাফাতুর রহমান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলার সেনবাগে উপজেলায় যুবলীগের হামলায় পুলিশের তিন উপ-পরিদর্শক(এসআই)সহ ৭ পুলিশ আহত হয়েছে।

হামলায় আহতরা হলেন-সেনবাগ থানার এসআই আমিনুল ইসলাম শিকদার, এসআই মাহবুবুর রহমান, এসআই নুরুল আমিন, কনষ্টেবল খালেদ, দিলীপ, তমিজ ও গাড়ি চালক মামুন রশিদ।

এর মধ্যে গুরুতর আহতাবস্থায় এসআই মাহবুবকে (৩০) সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় সেনবাগ উপজেলা পরিষদের গেইটে এই হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ডিউটি অফিসার সাখাওয়াত হোসেন জানান, বুধবার সন্ধ্যায় সেনবাগ পৌরশহরের থানা মোড়ে সেনবাগ থানার একদল পুলিশ অবৈধ মোটর সাইকেল বিরোধী অভিযান পরিচালনা করছিলেন।

এ সময় উপজেলা যুবলীগের আহবায়ক জাকারিয়া আল মামুনের ভাগিনা আল আমিনের মোটরসাইকেলটির কাগজপত্র না থাকায় আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

খবর পেয়ে যুবলীগ নেতা জাকারিয়া, পৌরযুবলীগ আহবায়ক রিপন, যুবলীগ নেতা তারেক, তুহিন, আলাউদ্দিন, দেলোয়ার ও সুজন এসে থানা থেকে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।

এসময় সেনবাগ থানার এসআই আমিনুল ইসলাম সিকদারের নেতৃত্বে একদল পুলিশ থানা থেকে বের হয়ে উপজেলা গেইটের সামনে পৌঁছালে যুবলীগের কর্মীরা তাদের গতি রোধ করে অতর্কিত হামলা ও কিলঘুষি মেরে তাদেরকে আহত করে।

তাৎক্ষণাত খবরটি থানায় গেলে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সেনবাগ থানার ওসি মোস্তফা কামালের সঙ্গে আলাপ করলে তিনি বলেন, হামলাকারীদের গ্রেফতারে সহকারী পুলিশ সুপার এএসপি (বেগমগঞ্জ সার্কেল) সারের নেতৃত্বে অভিযান চলছে।

৬ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে