লক্ষ্মীপুরে দু’পক্ষের সংর্ঘষে আহত ১০
আরাফাতুর রহমান, নোয়াখালী প্রতিনিধি: লক্ষ্মীপুরে দু’পক্ষের সংর্ঘষে অন্তত ১০ জন আহত হয়ছেনে। এ ঘটনায় দুইজনকে আটক করছেে পুলশি।
শুক্রবার (২৬ জুন) বিকাল সাড়ে ৬টার দকিে রামগঞ্জ উপজলোর ভোলাকোট ইউনয়িনরে লক্ষীদরপাড়া বাজারে এ সংর্ঘষরে ঘটনা ঘট।ে
সংর্ঘষে আহতদরে রামগঞ্জ উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে র্ভতি করা হয়েছে।তবে তাৎক্ষণকিভাবে তাদরে নাম-পরিচয় জানা যায়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওস) লোকমান জানান, র্বতমানে পরস্থিতিি পুলশিরে নয়িন্ত্রণে রয়ছে। ঘটনাস্থল থেকে ইকবাল ও কবরি নামে দু’জনকে আটক করা হয়ছে।
২৭ জুন ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস