নোয়াখালী : পারিবারিক কলহের জেরে নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চরউরিয়া গ্রামে ইয়ামিন নামে দুই বছরের শিশুকে হত্যার পর তার মা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার রাতে নিহত শিশুটির মা পলি আক্তারকে (২০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা গুরুতর।
নিহত শিশুর দাদি ও পলি আক্তারের শ্বাশুড়ী অজিফা খাতুন জানান, পলি আক্তার কয়েক দিন আগে চাকরির খোঁজে চট্টগ্রামে যান। আবারো সেখানে যাওয়ার ইচ্ছে পোষণ করলে এনিয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার ছেলে আলমগীরের সঙ্গে পলি আক্তারের বাকবিতণ্ডা হয়। পরে পলি অভিমান করে দুই বছরের শিশু ইয়ামিনকে মারধর ও বিষপান করিয়ে হত্যা করে। এরপর পলি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় মা-ছেলেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোঘণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ব্রাদার কামাল উদ্দিন জানান, রাত ১০টার দিকে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি ইয়ামিন নামে দুই বছরের একটি শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কিছুক্ষণ পর শিশুটিকে নিয়ে যান ওই ব্যক্তি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের চিকিৎক রাশেদুল আলম জানান, পলি আক্তার ইদুর মারার ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে স্বজনরা জানিয়েছেন। তিনি বিষক্রিয়ায় আক্রান্ত। তার চিকিৎসা চলছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
১৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস