নোয়াখালী : রাজধানীর কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজনের বাড়ি নোয়াখালী সদর উপজেলার পশ্চিম মাইজদী গ্রামে। তিনি মো. আবদুল কাইয়ুমের বড় ছেলে। র্যাবের তালিকাভুক্ত নিখোঁজের একজন ছিলেন জোবায়ের।
নিহত ৯ জঙ্গির ছবি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর জোবায়েরকে শনাক্ত করেন তার পিতা আবদুল কাইয়ুম। তিনি আজ সকালে সুধারাম থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেন। ঢাকা থেকে পুত্রের লাশ আনার ব্যাপারে পুলিশের সহযোগিতাও কমনা করেন তিনি।
তিনি জানান, তার ছেলে ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছিল। তাকে জঙ্গী হতে সক্রিয়ভাবে প্রলুব্ধ করেছে একই বাড়ির জামায়াতের রোকন মো. বাহাদুর।
জোবায়ের গত ১০ রমজান থেকে নিখোঁজ রয়েছেন বলেও জানান তার বাবা। গত ১২ জুলাই আবদুল কাইয়ুম সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, তাকে পুলিশ দীর্ঘদিন থেকে জঙ্গি সন্দেহে খুঁজছিল। সে নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্র ছিল।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম