নরসিংদী থেকে: নরসিংদী জেলার বেলাবো উপজেলায় বাল্য বিবাহের আসরে পুলিশের উপস্থিতি টের পেয়ে কনেকে নিয়ে পালিয়ে গেল বর। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার বাজনাব গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাজনাব গ্রামের উসমান মিয়ার ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জনি আক্তারকে (১২) একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে রাসেল মিয়ার (১৭) সঙ্গে বিয়ে দেওয়ার আয়োজন চলছিল। বাল্য বিয়ের খবর পেয়ে বিয়ে বাড়িতে হাজির হয় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বর রাসেল মিয়া কনে জনি আক্তারকে নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পুলিশ বিয়ে বাড়ি থেকে বরের বড় ভাই সোহেল মিয়াকে আটক করে থানায় নিয়ে গেছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়ুম আলী সরদার বলেন, ‘বাল্য বিয়ে দেওয়া হয়ে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি