নরসিংদী থেকে : নরসিংদীর রায়পুরার নিলক্ষার চরে স্থানীয় সংসদ ও পুলিশের উপস্থিতিতে ৩য় বারের মতো ১৪৪ ধারা ভঙ্গ করে দুইপক্ষের টেঁটাযুদ্ধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহম্মেদ রাজুকে উভয়পক্ষ অবরুদ্ধ করে ফেলে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে।
রোববার স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহম্মেদ উভয়পক্ষের বিবাদ মীমাংসার জন্য নিলক্ষায় যান। এ সময় বীরগাও যাওয়ার পথে পেছন দিক থেকে হরিপুর এলাকায় রাজিব বাহিনীর লোকজন হক চেয়ারম্যান সমর্থকদের বাড়ি ঘরে এলোপাতাড়ি হামলা চালায়।
একই সঙ্গে বেশ কয়েকটি ঘরে অগ্নি সংযোগও করে তারা। মীমাংসার পরিবর্তে ১৪৪ ধারা ভঙ্গ করে এমপি ও পুলিশের সামনে দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ক্ষিপ্ত নারী-পুরুষ টেঁটা, বটি অস্ত্রশস্ত্র নিয়ে এমপি রাজিউদ্দিন রাজুকে ঘিরে ফেলে। এ সময় তাকে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।
এদিকে প্রতিপক্ষের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে ক্ষতিগ্রস্তরা। রাজিব বাহিনীর কর্মকাণ্ডে সাংসদ ক্ষিপ্ত হয় এবং ক্ষতিগ্রস্তদের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুত নিলক্ষা ছেড়ে চলে যান। এরপর থেকেই শুরু হয় রাজিব বাহিনী ও শহীদ বাহিনীর মধ্যে টেঁটা ও বন্দুকযুদ্ধ।
সংঘর্ষের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। তারা হলেন, নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়ার জাকির হোসেনের ছেলে সজল হোসেন (২২), নিলক্ষা বড়বাড়ির আলাউদ্দিনের ছেলে ওবায়দুল্লাহ (১৮) ও একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে সাইজ উদ্দিন (৩৫)।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, আহতদের মধ্যে সজল পায়ে, ওবায়দুল্লাহ হাতে ও সাইজ উদ্দিন গলা ও কপালে গুলিবিদ্ধ হয়েছে। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।
২৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস