রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৪০:১৩

তৌহিদ মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের পুনর্মিলনী

তৌহিদ মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের পুনর্মিলনী

পলাশ থেকে তারেক পাঠান /সাইফুল ইসলাম : নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতান পুর গ্রামে প্রতিষ্ঠিত তৌহিদ মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের উদ্যোগে র্দীঘ চার যুগ পর পুনর্মিলনী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

আজ শনিবার অনুষ্ঠিত মনোরম ও জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রাক্তন শিক্ষার্থী মাঈনুল ইসলাম তারিফ, কারিমা জামান এর উপস্থাপনায় ও জনাব আলহাজ্ব মোর্শেদ সালাম এর সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উওোলনের এর মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন  আল- মোজাহিদ হোসেন (তুষার) পরিচালক বাংলাদেশ র্ফাটিলাইজার এসোসিয়েশন। পরে স্কুলের প্রতিষ্ঠাতা জনাব আবদুস সালাম (ফিরুজ মিয়া) থেকে শুরু করে স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্য যারা মেধা, শ্রম ও অর্থ দিয়ে স্কুলের কল্যানের জন্য কাজ করে যাচ্ছেন তাদের জন্য ও স্কুলের প্রাক্তন নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক ও মোনাজাত করা হয় ।

ঐ স্কুল থেকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের  কে সম্মাননা দেওয়া হয়। সকাল থেকে শুরু হয়ে সন্ধা পর্যন্ত পবিত্র কোরআন তেলাওয়াদ, পরিচিত পর্ব, স্বাগত বক্তব্য, বর্তমান ও প্রাক্তন মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা, অতিথিদের বক্তব্য সম্মাননা, বর্তমান শিক্ষকদের বক্তব্য, সাংস্কৃতি অনুষ্ঠান ও সমাপনি বক্তব্য এর মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান সমাপ্ত হয়।  

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের জন্মগাঁথা ও ঐ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো: সওদাগর আলী মাষ্টার, জিয়া উদ্দিন মাষ্টার , কামরুজ্জামান, বর্তমান প্রধান শিক্ষক আমির হোসেন সহ ঐ বিদ্যালয়ের সাবেক- বর্তমান শিক্ষকবৃন্দ গন ।

প্রাক্তন শিক্ষার্থী আলী আমজাদ, সোহাগ হোসেন, প্রফেসর মো: মোতাহার  হোসেন চৌধুরী, জনাব মো: মোফাজ্জল হোসেন রতন চেয়ারম্যান (চরসিন্দুর ইউনিয়ন পরিষদ), শেখ মো: রাজন (পলাশ উপজেলা ছাএলীগ), জনাব ওয়াহিদ সালাম (জম্পি), কাজী রিফাত ইসলাম রিপন, মো: সৈয়দ রুহুল আমিন, অ্যাড. হাবিুর রহমান, প্রফেসর বজলুল করিম পাঠান, স্কুলের  প্রাক্তন ছাএ-ছাএী এসোসিয়েশনের  ২১ উপদেষ্টা মন্ডলীগন । ২১ কার্যনিবাহী কমিটি, সভাপতি মো:মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাছুম রানা , সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়া অর্থ সম্পাদক মো: জহিরুল হক ,সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক শরীফ, প্রচার সম্পাদক তাইমুল ইসলাম টিপু সহ কমিটির সবাইকে সম্মাননা হাতে তুলে দেন মাসিউর রহমান মৃধা,অধ্যক্ষ আবদুল কাদির মোল্লা সিটি কলেজ।  প্রাক্তন ও বর্তমান স্কুলের অনেক ছাএ-ছাএীবৃন্দ কে আনন্দ মোখর পরিবেশে পুনর্মিলনী আনুষ্ঠানে দেখা য়ায় ।

উল্লেখ্য যে, এই স্কুলটি ১৯৬৫ সালে সুলতান পুর গ্রামে প্রতিষ্ঠিত হয় । ১ম বারের মত মনোরম ও জাঁকজমকপূর্ণ পরিবেশে সকল শিক্ষক, প্রাক্তন ছাত্র-ছাএীবৃন্দ ও স্কুলের সাবেক ,বর্তমান ম্যোনেজিং কমিটির সদস্য বৃন্দগন এক সাথে দেখা করতে পারায়  সবাইকে অনেক আনন্দিত দেখা যায়।
১২ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে