শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭, ০৬:৫৮:৪৩

শিবপুরে প্রত্যাশা কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

শিবপুরে প্রত্যাশা কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মো:তারেক পাঠান, পলাশ (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদী জেলার শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিন সাধারচর গ্রামের বাজার সংলগ্ন  অবস্থিত প্রত্যাশা কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ৩১শে র্মাচ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:আলহাজ্ব আবুল হাসিম, সাবেক সভাপতি দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় ।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো; মাছিহুল গনি (স্বপন), চেয়ারম্যান সাধার চর ইউনিয়ন পরিষদ । অনুষ্ঠানে মায়েদের উদ্দেশ্য করে তিনি তার বক্তব্যে বলেন, মায়ের সচেতনা বৃদ্ধির মধ্য  দিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা সম্ভব ।ছেলে-মেয়েদের সঠিক শিক্ষা দান, সঠিক ভাবে গড়ে তোলা, শিক্ষিত জাতি গড়তে মায়েদের  ভূমিকা অত্যন্ত গুরুত্বপৃর্ণ ।  তাই সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে আর্দশ ছাএ গঠন করতে তাদেরই দায়িত্ব সবচেয়ে বেশি ।

শুক্রবার বিকেলে শিবপুর উপজেলার সাধারচর প্রত্যাশা কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সভাপতির ব্যক্তবে এসব কথা বলেন । তিনি আর ও বলেন মেধাবী শিক্ষার্থীদেরকেই সমাজ বির্নিমানে  এগিয়ে আসতে হবে । তারাই পারবে স্বপ্নের সোনার বাংলা গড়তে । বর্তমান সরকার ও এই বিষয়ে বদ্ধপরিকর ।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জনাব মো: মাহমুদুল হাসান (বাছেদ), প্রধান শিক্ষক দক্ষিন সাধারচর উচ্চ বিদ্যালয় । প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, মো: ওসমান গনি ভূইয়া  (খোকা), বিশেষ অতিথি ছিলেন মো: শেখ সাদী ভূইয়া, সিনিয়র লাইব্্েররীয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় মো: ওবাইদুল করিম ভূইয়া, ব্যাংকার মো: সবির উল্লাহ রুবেল । মো: মনছুর আহমেদ, হিসাব রক্ষক সিভিল সার্জন নরসিংদী ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: হাজী বাবুল সরকার সদস্য সাধারচর ইউপি, মো: বাতেন সরকার সদস্য সাধারচর ইউপি,মো: রাসেল ভূইয়া,বিশিষ্ট ব্যবসায়ী, মো:কবির আহম্মেদ ,সমাজ সেবক, মো:আপেল মাহমুদ,বিশিষ্ট ব্যবসায়ী, বার্ষিক ক্রীয়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ব্যবস্থাপনায় ছিলেন, একই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ মো: স্বপন সরকার ,মো: মাহবুবুর রহমান ,মো: শাহ আলম মিয়া মো: সাওার মোল্লা, লোকমান হোসেন ।

ক্রীয়া পরিচালনায় ছিলেন , প্রত্যাশা কিন্ডারগার্টেন এর শিক্ষীকা বৃন্দ, মোসাম্মদ মাহমুদা আক্তার, লতা বেগম,আয়শা আক্তার, নিলীমা আক্তার,স্বপ্না আক্তার, রেকর্ড সংরক্ষনে ছিলেন মো: রাশেদ আলম, শিক্ষক দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় । মো: রাশেদুল ইসলাম শিক্ষক পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় । ফলাফল সংরক্ষনের দায়িত্বে ছিলেন মিতু আক্তার, রাজিয়া সুলতানা শিক্ষীকা প্রত্যাশা কিন্ডারগার্টেন ।

উল্লেখ্য যে, উক্ত প্রতিষ্ঠান টি  প্রতিষ্ঠিত করেন একই এলাকার কৃত সন্তান মো: মোক্তার হোসেন বর্তমান প্রধান শিক্ষক প্রত্যাশা কিন্ডারগার্টেন ।
৩১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে