মো: তারেক পাঠান, পলাশ প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর পলাশ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের এক প্রশিক্ষণ কর্মসূচী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলার পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তৃতা করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর ঢাকা পূর্ব জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. এম কামাল উদ্দীন জসিম এর সভাপতিত্বে পলাশ শাখার প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান এর উপস্থাপনায় আলোচনা করেন ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওবায়দুল হক, জোন প্রধান আবুল কালাম আজাদ, পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকি, ব্যাংকের পলাশ শাখা ব্যবস্থাপক মো: আব্দুল্লাহ, পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান আনোয়ার হোসেন, আছমা বেগম ও নাসিমা বেগম প্রমূখ। সব শেষে কেন্দ্র প্রধান ও সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
০৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস