রবিবার, ২১ মে, ২০১৭, ১১:৩২:১৬

ফেসবুকে আবেদন 'আমরা আওয়ামীকর্মী, জঙ্গি নই'

ফেসবুকে আবেদন 'আমরা আওয়ামীকর্মী, জঙ্গি নই'

নরসিংদী থেকে: 'আমরা জঙ্গি নই, আমাদের সার্চ করা হোক, আমরা আত্মসমর্পণ করতে চাই। আমরা দীর্ঘ দিন ধরে এলাকার বিভিন্ন মেসে থেকে লেখাপড়া করছি। ' ফেসবুকে এমনই একটি পোস্ট দিয়েছেন নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘিরে রাখা বাড়িতে আটক আবু জাফর নামের এক ছাত্র।

সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি লেখেন, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্যারদের উদ্দেশে বলছি, আমরা নিরপরাধ। আমরা শিবির, জঙ্গিবাদ সম্পর্কে ভালো করে জানিও না। প্লিজ আপনারা আমাদের সার্চ করুন। দেখুন কিছু পান কি না। আমরা নিরপরাধ। বাইরে থেকে আমাদের সিটকানি লাগানো। প্লিজ সিটকানি খুলে আমাদেরকে উদ্ধার করুন।

আরেকটি ফেসবুক পোস্টে আবু জাফর নিজেদেরকে আওয়ামীকর্মী দাবি করে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন, 'মাননীয়া প্রধানমন্ত্রী, আমাদেরকে বাঁচান। আমরা নিরপরাধ। আমরা আওয়ামীকর্মী। আমরা ষড়যন্ত্রের শিকার। প্লিজ আমাদেরকে বাঁচান। আমরা সাধারণ ছাত্র। প্লিজ আমাদেরকে উদ্ধার করুন। প্লিজ প্লিজ প্লিজ। আমরা অপরাধী না। আমাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে হলেও সার্চ করা হোক। যদি কোনোকিছু পাওয়া যায় আমরা সকল অপরাধ মেনে নেব। প্লিজ আমাদেরকে উদ্ধার করুন। '

শনিবার বিকেল থেকে র‌্যাবের নেতৃত্বাধীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি সন্দেহে নরসিংদী শহরের গাবতলী উত্তরপাড়ার জামেয়া কাসেমিয়া মাদ্রাসার কবরস্থানের নিকটবর্তী দুবাইপ্রবাসী মঈন আহমেদের বাড়িটি ঘেরাও করে রাখে। এই খবর ছড়িয়ে পড়লে সংবাদকর্মীসহ শহরের লোকজন সেখানে ভিড় করে। এ ছাড়া আটকদের পরিবারের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করলে র‌্যাব তাদের বাধা দেয়। স্বজনদের দাবি, শনিবার দুপুরের পরও এই বাসায়ই প্রাইভেট পড়িয়েছে ভেতরে আটকরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত, তারা আত্মসমর্পণ করেছেন এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের র‌্যাব ১১ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।  
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে