মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ১২:৩০:১৬

পলাশে ৩ মণ ভয়ানক রাক্ষুসে পিরানহা জব্দ

পলাশে ৩ মণ ভয়ানক  রাক্ষুসে পিরানহা জব্দ

তারেক পাঠান, পলাশ প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল মাছের বাজারে মোবাইল কোট চালিয়ে নগদ অর্থ জরিমানা ও (প্রায়) ৩ মণ ভয়ানক পিরানহা  রাক্ষুসে মাছ জব্দ করা হয়েছে ।

সোমবার দুপুরে গোপন সংবাদে উপজেলা মৎস্য অফিসার রুবানা ফেরদৌসী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্টেট অমিত দেবনাথ এক সাথে থেকে  মোবাইল কোট পরিচালনা করেন । অর্থ লোভী মৎস্য জেলেকে নগদ ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়  ।

পরবর্তীতে জনসম্মুখে ঘোড়াশাল নদীর পাড়ে ভয়ানক রাক্ষুসে পিরানহা  মাছ গুলো  কেরোসিন তৈল দিয়ে আগুন জালিয়ে নষ্ট করা হয় ।

এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসার রুবানা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, এই ভয়ানক রাক্ষুসে পিরানহা মাছ মানব দেহে প্রবেশ করলে বিরাট ক্ষতি হতে পারে । এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে ।

রাক্ষুষে পিরানহা মাছের রয়েছে বিষাক্ত লম্বা লম্বা দাঁত। দেখতে অনেকটা রুপঁচাদা মাছের মত । যেখানে এক কেজি রুপঁচাদা মাছ ৭০০ থেকে ৮০০ টাকা, সেখানে  কিছু অর্থ লোভী মৎস্য জেলে রাক্ষুষে পিরানহা মাছ ৭০ থেকে ৮০ টাকা কেজি ধরে রুপঁচাদা মাছ বলে বিক্রি করছে । আর তাই  মাছ নিয়ে এই সব অনিয়ম দুর্নীতি দেখলে আপনারা আমাকে সহযোগিতা করবেন  । যাতে করে অভিযুক্ত জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে