তারেক পাঠান, পলাশ প্রতিনিধি: নরসিংদীর পলাশের হতদরিদ্র গরিব মানুষের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামের সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান দপ্তরের আয়োজনে ২৫জন হতদরিদ্র গরিব মানুষের মাঝে ১টি করে ভ্যান গাড়ি, ১৪ জন বিক্ষুকের মাঝে ৮টি করে মুরগি, ২টি করে হাঁস, ১টি করে ছাগল,ও ১ টি করে মুরগি পালনের খাঁচা বিতরণ করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কামরুল আশরাফ খান (পোটন),মাননীয় সংসদ সদস্য নরসিংদী-২, সদস্য বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাবেদ হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ, মো:শরীফুল হক মেয়র ঘোড়াশাল পৌরসভা।
এছাড়া আর ও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলার প্রকেীশলী তপন কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি, পলাশ থানা ছাএলীগের সভাপতি শেখ মো: রাজন, জিনারদী, গজারিয়া , চরসিংন্দুর ও ডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে মো: কামরুল ইসলাম গাজী, মো: বদরুজ্জামান ভূঁইয়া ,মো: মোফাজ্জল হোসেন রতন,সাবের উল হাই, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, পলাশ থানা ছাএলীগের সাবেক সভাপতি কারিউল্লাহ সরকার, গজারিয়া ইউনিয়নের ছাএলীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ ।
উল্লেখ্য যে ,প্রতি বছরই উপজেলা প্রশাসন পবিত্র মাসে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করেন। কিন্তু ত্রই বছরই প্রথম ইফতার মাহফিল আয়োজন না করে এর সমস্থ অর্থ দিয়ে হতদরিদ্র গরিব মানুষের মাঝে এ গুলো বিতরণ করে দেন। ত্রমন সুন্দর ভাল কাজের জন্য এখানে আসা হত দরিদ্র মানুষ গুলো উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান দপ্তরের প্রতি অনেক-অনেক খুশি ও সন্তুষ্টি প্রকাশ করেছে ।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস