সোমবার, ১০ জুলাই, ২০১৭, ০১:৩৮:৫২

দেশে সারের কোন অভাব নেই : শিল্পমন্ত্রী

দেশে সারের কোন অভাব নেই : শিল্পমন্ত্রী

তারেক পাঠান, পলাশ প্রতিনিধি : শিল্প মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, দেশ আজ সারে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে দেশে সারের চাহিদা ৭ লাখ মেট্রিকটন, আর আমাদের মজুদ আছে ৯ লাখ মেট্রিকটন সার। এখন আর আমাদের সার আমদানী করতে হয় না। বিগত জোট সরকারের আমলে সারের অভাবে ১৮জন কৃষক মারা যায়। কিন্তু আওয়ামীলীগ সরকার সারের উৎপাদন বৃদ্ধি ও সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে সেই সংঙ্কট আজ দূর করেছে।

রবিবার দুপরের পলাশের ঘোড়াশাল ইউরিয়া সারকারখানায় বিসিআইসিতে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী/উপসহকারী প্রকৌশলীদের ১৪ সপ্তাহের বুনিয়াদি প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশকে উন্নত করার জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছেন। তিনি বিসিআইসিতে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী/উপসহকারী প্রকৌশলীদের উদ্দ্যেশে বলেন, নবনিযুক্ত প্রকৌশলীরাই বিসিআইসির ভবিষ্যত কর্ণধার। তারা বিসিআইসির উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নতে দেশে পরিণত করার দায়িত্ব তাদের উপর ন্যাস্ত করে বুনিয়াদী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় ট্রেনিং ইনস্টিটিউট ফর ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ সম্মেলন কক্ষে বিসিআইসির চেয়ারম্যান শাহ মোঃ আমিনুল হকের সভাপতিত্বে এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম- বীর প্রতিক, পলাশের সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও পৌর মেয়র শরিফুল হক শরিফ পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী প্রমুখ।  
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে