তারেক পাঠান, পলাশ থেকে: নরসিংদী পলাশ উপজেলার মৎস্য অধিদপ্তরের অর্থায়নে (জলাশয় উন্নয়নের মাধ্যমে মৎস্য উৎপাদন) প্রকল্পের আওতায় চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে অবস্থিত মুক্তিযোদ্ধাদের মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অফিসার রুবানা ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন পলাশ উপজেলা চেয়ারম্যান জনাব সৈয়দ জাবেদ হোসেন।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার। এ সময় আর ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকী, চরসিংন্দুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন রতন ,আবুল কাশেম , মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জামেল হক মন্টু প্রমুখ।
১০ জুলাই ২০১৭/এমটি নিউজ/আ শি/প্রতিনিধি