তারেক পাঠান, পলাশ প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতির নরসিংদীর পলাশ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষকদের বেতন থেকে ১০ ভাগ কর্তনের প্রতিবাদে ও বৈশাখী ভাতা ৫ ভাগ ইনক্রিমেন্টের দাবীতে পলাশে শিক্ষকদের মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার পলাশ উপজেলার প্রধান ফটকে বাংলাদেশ শিক্ষক সমিতির পলাশ শাখার সভাপতি মাহাবুবুর কবিরের পরিচালনায় মানববন্ধন-বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাংলাদেশ শিক্ষক সমিতির পলাশ শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান নয়ন, পলাশ উপজেলা সদর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান প্রমুখ।
এমটিনিউজ২৪/টিটি/পিএস