নরসিংদী থেকে তারেক পাঠানঃ নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর তৌহিদুল ইসলাম রুবেল নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামের মেঘনা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ব্যবসায়ী রুবেল বেলাব উপজেলার রাজারবাগ গ্রামের আবু সায়েদ মাস্টারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রুবেল ১৪ জুলাই দুপুরে শিবপুরের ইটাখোলা এলাকা থেকে নরসিংদী সদরে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শিবপুর থানায় সাধারণ ডায়েরী করে।
পরদিন শনিবার নিখোঁজ রুবেলের শ্বশুর আঙ্গুর মিয়ার মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের দাবি অনুযায়ী স্বজনরা বিকাশের মাধ্যমে মুক্তিপণের ১ লাখ ১৫ হাজার টাকা পরিশোধ করেও তাকে ফিরে পায়নি। পরে এ ঘটনা পুলিশকে অবহিত করে স্বজনরা। সোমবার দুপুরে রায়পুরার তুলাতুলী গ্রামের মেঘনা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে রুবেলের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন। রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃৃতদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস