বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭, ০৯:২৬:৩৬

পলাশে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পলাশে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) থেকে : পলাশ উপজেলায় ২০১৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩২৩ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পলাশ উপজেলা পরিষদ।

বৃহস্পতিবার পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধণায় পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধণা স্বরুপ শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও শিল্পপতি সাফিনা রহমান, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবীর ও খানেপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আল মুজাহিদ হোসেন তুষার প্রমূখ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে