সোমবার, ২৪ জুলাই, ২০১৭, ০৬:১১:৩১

নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার

নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার

তারেক পাঠান, পলাশ প্রতিনিধিঃ নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার নির্বাচিত হয়েছেন।  জনপ্রশাসন দিবস ২০১৭ উপলক্ষে নরসিংদী জেলার জনসেবার জনবান্ধব ইউএনও হিসেবে প্রথম স্থান অধিকার করেন তিনি।

এ উপলক্ষে গতকাল রবিবার সকালে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পলাশ উপজেলার দায়িত্বে থাকা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারকে সম্মাননা স্বারক প্রদান করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

জেলার সেরা ইউএনও হিসেবে নির্বাচিত হওয়ায় আজ সোমবার সকাল থেকে পলাশ উপজেলার সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছ জানান।

এ সময় মাহমুদা আক্তার বলেন, জনসেবার জনবান্ধব হতে পেরে আমি কৃতজ্ঞ। আমি মনে করি, কেউ যখন কোন কাজে সম্মাননা পায় তখন তার দায়িত্ব আরো বেড়ে যায়। আগামী দিনগুলোতে জনগণের খুব কাছে থেকে যেন আর ও বেশি সেবা দিতে পারি চেষ্ঠা করবো। আর এই জন্য আমি আপনাদের সবার সহযোগীত কামনা করি ।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে