তারেক পাঠান, পলাশ প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকার) অর্থায়নে পুকুর তৈরী মৎস্য ও চিংড়ি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ আয়োজিত (বাস্তবায়নকারী সংস্থা উপজেলা মৎস্য কর্মকতার কার্যালয়ে) গুড অ্যাকোয়াকালচার প্রক্যাকটিস নামক (প্রশিক্ষণ) ৩০ জন মৎস্য চাষীকে দেওয়া হয় ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মো: তোফাজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকতা মাহমুদা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকী, উপজেলা মৎস্য অফিসার রুবানা ফেরদৌসীর, পলাশ উপজেলার ইউ.বি.এফ. কর্মকর্তা ফারহানা মিতু,আবুল কাশেম (প্রমুখ)।
উল্লেখ্য যে , পলাশ উপজেলার দায়িত্বে থাকা মৎস্য কর্মকতা রুবানা ফেরদৌসী সাংবাদিকদের জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও
পৌরসভা থেকে ৩০ জন করে দুই ব্যাচে মোট ৬০ জন মৎস্য চাষীকে মঙ্গলবার সকাল ৯.৩০মিনিট থেকে শুরু হওয়া বুধ, বৃহস্পতি ও রবিবার বিকাল ৫ টা পর্যন্ত এ প্রশিক্ষণ দেওয়া হবে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস