সোমবার, ০৭ আগস্ট, ২০১৭, ০৯:০১:৪৭

পলাশ উপজেলার নতুন মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক

পলাশ উপজেলার নতুন মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক

মো: তারেক পাঠান পলাশ, (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার নতুন মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে এ.কে.এম ফজলুল হক যোগদান করেছেন।

গত ০১ আগস্ট সম্প্রতি মঙ্গলবার পলাশ উপজেলায় আনুষ্ঠানিকভাবে  দায়িত্ব গ্রহণ করেন । এ সময় পলাশ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন । ইতি-মধ্যে তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব  পালন করার পর পলাশ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে তাকে নিয়োগ দেয়া হয় । পলাশ উপজেলার ৮(অষ্টম) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তিনি ।

অফিস সূত্রে জানা যায়, নব নিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম. ফজলুল হক ১৯৯৪ সালে কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলায় থানা (প্রজেষ্টর) প্রকল্প অফিসার পদে চাকরীতে যোগদান করেন । তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ।

তিনি চাকরি জীবনে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা, সিলেটজেলা, নরসিংদীর জেলার মনোহরদী উপজেলা সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় অতি সুনামের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য যে, গত ১২ জুলাই পলাশ উপজেলার দায়িত্বে থাকা মাধ্যমিক শিক্ষা অফিসার কে.এম.আলোমগীর খান কে সন্ধিব উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে