তারেক পাঠান, পলাশ থেকে: নরসিংদীর পলাশ উপজেলায় উদ্বোধন হতে যাচ্ছে বহু আকাক্ষিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। উপজেলার বাস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্দ্যোগে ১ কোটি ৭৩ লাখ টাকায় এটি নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ বাস্তবায়ন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এটির নিমার্ণ কাজ শেষ এখন উদ্বোধনের পালা। ২০১৩-১৪ অর্থ বছরে এ প্রকল্পটি হাতে নেয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। মেসার্স ডালি কনষ্টাকশন ভবনটির কাজ শুরু করে ২০১৪ সালে ফেব্রুয়ারিতে। প্রায় একবছরের অধিক সময় নিয়ে কাজটি শেষ করা হয়েছে। ভবনের সামনে নির্মাণ করা হয়েছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।
চলতি মাসের ১১ আগস্ট মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এটি উদ্বোধন করবেন বলে স্থানীয় নেতাকর্মীদের সুত্রে জানা গেছে ।
উপজেলা সহকারী প্রকৌশলী তপন কুমার জানান, ভবনটির নিচতলা ও দু’তলায় হবে মার্কেট। তিন তলায় হবে মুক্তিযোদ্ধা মিলনায়তন, লাইব্রেরি ও কমান্ডারের কার্যালয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি এটি পরিচালনা করবেন।
পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন,স্থানীয় সংসদ সদস্য আলহাজ কামরুল আশরাফ খান পোটনের অক্লান্ত পরিশ্রমে এটি নির্মিত হওয়ায় পলাশের মুক্তিযোদ্বাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাম্মেল হক (মন্টু) জানান, মুক্তিযোদ্বা মন্ত্রণালয় ও স্থানীয় সংসদ সদস্যের কাছে আমরা চির কৃতজ্ঞ। বহুদিন পর আমাদের প্রাণের দাবি পূরণ হলো। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, এতে অসহায় মুক্তিযোদ্বারা এ ভবনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে আর্থিকভাবে লাভবান হবেন।
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/প্রতিনিধি