তারেক পাঠান নরসিংদী থেকে: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবেনা জেনে তারা চায় দেশে তৃতীয় শক্তি ক্ষমতায় আসুক। তাই তারা আগামী নির্বাচনকে বানচালের চেষ্ঠা করে যাচ্ছে। দেশে তৃতীয় শক্তি ক্ষমতায় আসলে তারা তাদের উপদেষ্ঠা হিসেবে কাজ করবে।
শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ধাবিত ছিল যে, বিচারকদের বিচার কে করবে? আপনারা জানেন মহান জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তাকে আবার ইনপিত করতে পারে ,ভবিষৎ বা দরকার হলে তার বিরুদ্ধে টিচারিত করতে পারে। রাষ্ট্রপতির বিচার করার অধিকার? রাষ্ট্রের এক নাম্বার ব্যক্তি হল রাষ্ট্রপতি। তার বিচার করার অধিকার আছে মহান জাতীয় সংসদে। রাষ্ট্রের ২ নাম্বার ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী। তার বিচার ও এই সংসদে হয়। এমন কি একটা ভোট কম হলে ও তার প্রধান মন্ত্রীত্ব চলে যায় । রাষ্ট্রের তৃতীয় ব্যক্তি হচ্ছে মাননীয় স্পিকার । স্পিকারকে ও এই সংসদ নামাতে ও পারে বসাতে ও পারে । তার বিচার করতে পারে ।
৪র্থ গুরুত্বপূর্ণ ব্যাক্তি প্রধান বিচারপতি, উনাদের বিচার করা যাবেনা। তবু অ সংসদ অযোগ্য, অপদার্থ, তারা কিছু বুঝেনা । কিন্তু সংসদ যখন আইন করে তাদের বেতন ভাড়ায় তখন তারা আপত্তি করেনা। বলেনা, এই অপদার্থ সংসদ আমাদের এই সুযোগ সুবিধাগুলো দিলো, এগুলো আমি প্রত্যাহার করলাম। তিনি তার অত্যান্ত সম্মানিত চেয়ার,সেই চেয়ারে বসে নিজেই স্বীকার করেন, আত্মস্বীকৃত তিনি পিস (শান্তি) কমিটির সদস্য। এটা আমাদের জাতির দূর্ভাগ্য।
এসময় তিনি আরো বলেন, আমরা দেশকে মুক্ত করার জন্য ট্রেনিং নিয়েছি, অস্ত্র চালানো শিখেছি, বঙ্গবন্ধুর নির্দেশে অস্ত্র জমা দিয়েছি, তারা চায় গণতন্ত্র ধ্বংশ হোক, তারা গণতন্ত্র চায়না। আমরা আমাদের ট্রেনিংও জমা দেই নাই, মুক্তিযোদ্ধের যে চেতনা ছিলো তাও জমা দেইনি। আমরা যদি পাক হানাদেরকে পরাজিত করতে পারি তাহলে আজ সড়যন্ত্রকারীদেরও পরাজিত করতে পারবো।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম (বীরপ্রতিক), পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পলাশের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র শরীফুল হক শরীফ, উপজেলার প্রকৌশলী তপন কুমার প্রমুখ। এদিকে মন্ত্রী সকালে নরসিংদীর বেলাব উপজেলায়ও অনুরুপ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।
এমটি নিউজ/আ শি/প্রতিনিধি