তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: ঈদুল আযহা কে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার তালতলীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে জমে উঠেছে কোরবানী পশুর হাট। উপজেলার তালতলীসহ প্রায় প্রতিদিনই সবকটি হাটে কোরবানির পশু বেচাকেনা এই মুহুর্তে বেশ জমে উঠেছে। কোরবানীর পশুর হাটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কোরবানীর জন্য গরু-মহিষ, ছাগল ও ভেড়ার ক্রেতাদের চাহিদা বেশী।
ফলে গত বছরের তুলনায় চলতি বছরের কোরবানির জন্য পশুর দাম অনেক বেশী হওয়ায় ক্রেতারা পশু কিনতে হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত। ঈদ যতই ঘনিয়ে আসছে এ উপজেলার বিভিন্ন পশুর হাটে ক্রেতাদের ভিড় তত বাড়ছে। প্রতিটি গরুর হাটে ৩০ হাজার থেকে ২ লক্ষ টাকা, ছাগল ৩ হাজার থেকে ২৫ হাজার টাকা মুল্যের মধ্যে পাওয়া যাচ্ছে।
তালতলী হাটে আসা ক্রেতা মহসীন আলী বলেন, গরুর যে দাম আমরা ক্রয় করতে আসছি তাদের অবশ্য সাধ্যের মধ্যেই আছে। তবে গরু ব্যবসায়ীরা অল্প সময়ে গরু মোটা-তাজাকরণ করতে যে সব ইনজেকশন ব্যবহার করে তাতে শরীরে রোগ ব্যাধি হবে এমনই আশংকায় আছি।
তবে কোরবানির হাট সর্ম্পকে জানতে চাইলে,তালতলি গরু বাজার কমিটি জানান, প্রতি বছরের মত এই বছর আর ও বেশি জাঁকজমকপূর্ণ বিশাল বড় কোরবানির গরু,ছাগল,মহিষ,ভেড়ার হাট এর আয়োজন করা হয়েছে। তাছাড়া দূরদুরান্ত থেকে আসা পাইকারদের জন্য থাকা-খাওয়ার ও সু-ব্যবস্থা রয়েছে। তালতলী কোরবানির পশুর হাট প্রতি : সোমবার ও শুক্রবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত এক টানা ক্রয়-বিক্রয় চলবে ।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/প্রতনিধিি