তারেক পাঠান, নরসিংদী থেকে: অবশেষে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়শালে কিশোরী মনি বিশ্বাসকে গলা কেটে হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পলাশ থানা পুলিশ। হত্যার সাথে জড়িত সন্দেহে আজ বুধবার দুপুরে আবুল কাশেম নামক একজনকে আটক করে পলাশ থানা পুলিশ।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে বন্ধুদের নিয়ে মনিকে শারীরিক নির্যাতনে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা করার কথা জানায় আবুল কাশেম। এই বিষয়টি নিশ্চিত করেন, ঘোড়শাল ফাঁড়ির ইনর্চাজ (পুলিশ-পরিদর্শক) মোঃ গোলাম মোস্তফা।
আটককৃত আবুল কাশেম ঘোড়াশাল উত্তর চরপাড়া এলাকার শেখ মোঃ ইমান আলীর ছেলে। তিনি ওমেরা পেট্রোলিয়াম কোম্পানির পলাশ কারখানায় শ্রমিকের কাজ করতেন।
পুলিশ জানায়, আবুল কাশেম দীর্ঘদিন যাবত হিন্দু পরিচয়ে মনি বিশ্বাসের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। হত্যার দিন রাত সাড়ে বারোটার সময় মনি বিশ্বাসকে দেখা করার কথা বলে ঘর থেকে বের করে বাড়ির পাশের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকে উৎপেতে থাকা আবুল কাশেমের আরও তিন বন্ধুসহ মনি বিশ্বাসকে শারীরিক নির্যাতনের চেষ্টা চালায়। এসময় মনি বিশ্ববাস চিৎকার দিলে কাশেম তার মুখ চেপে ধরে। এতে মনি বিশ্বাস অচেতন হয়ে পড়ে। পরে লোক জানাজানির ভয়ে তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আবুল কাশেমকে আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরি ও নিহত মনি বিশ্বাসের মোবইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত বাকী আসামীদের আটকের অভিযান চলছে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট সোমবার সকালে পলাশ থানা পুলিশ ঘোড়াশালের পাইসকা এলাকার নিশি কান্ত বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাসের গলাকাটা লাশ বাড়ির পাশের একটি সবজির মাচার নিচ থেকে উদ্ধার করা হয়।
এমটিনিউজহ২৪ডটকম/আ শি/প্রতিনিধি