তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের মতো এবার ও নরসিংদীর জেলার পলাশ উপজেলার তালতলি ঈদগা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদগা ময়দানে হাজারো মুসল্লি একসাথে নামাজ আদায় করেন, ।
৮ গম্বুজ সম্মিলিত এই ঈঁদগাহে একসাথে নামাজ আদায় করেন প্রায় ১০ হাজার মুসুল্লি। প্রায়(৩) একর জমির উপর নির্মিত এই ঈদগাহের গম্ভোজের মিনার গুলি পাকা ফ্লোর দিয়ে তৈরী । মিনার ও ঈদগাহের চারপাশ্বে সৌন্দর্য করতে সন্ধার পর থেকে ঝলছে বিভিন্ন রঙ্গের আলোকবাতী। তালতলি এই ঈদগা নরসিংদী জেলার ঐতিহ্যবাহী ঈদগা মাঠ।
আশে পাশের এলাকার সর্বস্তরের জন সাধারন কে নিয়ে এক সাথে ঈদের জামাত আদায় করা হয় ”। পবিএ ঈদুল আযহা কে কেন্দ করে জেলার বিভিন্ন স্থানের ধর্মপ্রান মুসুল্লিদের এই ঈদগাহে নামাজ আদায় করতে দেখা যায় ।
প্রতি বছরের মতো এই বার ও সঠিক সময়ে ঈদগা ময়দানে ঈদের জামাত অনুুষ্ঠিত হয়েছে সকাল -৯.০০টায়। কিন্তু এই বছর অন্য বছরের তুলনায় হাজার হাজার মুসুল্লি এক সাথে ঈদের নামাজ আদায় করতে দেখা যায় ।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস