রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:৫২:২৩

'মিয়ানমারের গণহত্যা বন্ধে শেখ হাসিনা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন'

'মিয়ানমারের গণহত্যা বন্ধে শেখ হাসিনা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন'

নরসিংদীর পলাশ থেকে তারেক পাঠান: শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, মিয়ানমারের গণহত্যা বন্ধে বিশ্বমানবতার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতি মধ্যে তিনি সাড়াও পেয়েছেন।

আজ রোববার নরসিংদীর পলাশ উপজেলায় দেশবন্ধু গ্রুপের ফুড এন্ড বেভারেজ লিমিটেডের বাণিজ্যিক উৎপাদন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে বসে দেশের বিরদ্ধে ষড়যন্ত্র করছেন। লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন।  

আমির হোসেন আমু বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে। ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানারদার বাহিনী ও তার দোষররা যেমন বাঙ্গালিদের ওপর নির্মম নির্যাতন, গণহত্যা ও ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছিল ঠিক তেমনি একটি ঘটনা আজ মিয়ানমারে সৃষ্টি করা হচ্ছে।  

দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, সাবেক শিক্ষা সচিব ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে