তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় ৬শত পিস ইয়াবা ট্যাবলেট সহ বিল্লাল হোসেন (৩১) ও মো: শরীফ মিয়া (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশ থানা পুলিশ।
আজ রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার পৌর এলাকা থেকে ৬শত পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করা হয়। আটককৃত বিল্লাল হোসেন নরসিংদী জেলার চৌহালা গ্রামের বারেক হোসেনের ছেলে এবং মো: শরীফ মিয়া নরসিংদীর নাগরিকান্দী গ্রামের নূরু সরকারের ছেলে।
থানা সুত্রে জানা যায়, আটককৃত বিল্লাল হোসেন ও শরীফ মিয়া দীর্ঘদিন যাবত নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (পুলিশ পরিদর্শক) মো: গোলাম মোস্তফা ৬শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করে।
এ ব্যাপারে পলাশ থানার তদন্ত (ওসি) বিপ্লব কুমার জানান, আটককৃত বিল্লাল হোসেন ও শরীফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মামলা দেওয়া হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/প্রতিনিধি