মো: তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার নতুন আপীল অফিসার হিসেবে শেখ মো.হাসিব যোগদান করেছেন। বুধবার সকালে পলাশ উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ।
এ সময় পলাশ উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার জাহাঙ্গীর আলম সহ সেটেলমেন্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। ইতি-মধ্যে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার ও আপীল অফিসার হিসেবে দায়িত্ব পালন করার পর পলাশ উপজেলার আপীল অফিসার অফিসার হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। পলাশ উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসের (২য়)তম আপীল অফিসার তিনি ।
অফিস সূএে জানা যায়,পলাশ উপজেলার নব নিযুক্ত সহকারী সেটেলমেন্ট ও আপীল অফিসার শেখ মো.হাসিব ১৯৮৯ সালে পাবনা সেটেলমেন্ট অফিসে উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদে চাকরীতে যোগদান করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার গোবরা গ্রামে।
তিনি চাকরি জিবনে পাবনা সেটেলমেন্ট,খুলনা সেটেলমেন্ট,ঢাকা সেটেলমেন্ট,রংপুর সেটেলমেন্ট,দিনাজপুর সেটেলমেন্ট,ফরিদপুর সেটেলমেন্ট অফিসে অতি সুনামের সাথে উপসহকারী সেটেলমেন্ট ও(সহকারী সেটেলমেন্ট) অফিসার পদে আপওি ও আপীল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/প্রতিনিধি