তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার পলাশ উপজেলা আনসার ভিডিপি অফিসের উদ্যোগে ১০ দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা মৌলিক প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের মাধ্যমে আনসার ভিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় এ সনদপত্র বিতরণ করা হয়।
গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন,জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট ও আনসার ভিডিপি কর্মকর্তা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি, ১০ দিনব্যাপী গ্রাম ভিওিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম,উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা.মোস্তাফিজুর রহমান,উপজেলা মৎস্য অফিসার রুবানা ফেরদৌসী,পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ,আনসার বিডিপি ব্যাংক পলাশ শাখা ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান।
এ সময় অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন,উপজেলা আনসার ভিডিপি অফিসের মহিলা প্রশিক্ষক আয়েশা আক্তার,উপজেলা কম্পানী কমান্ডার আশরাফুল আলম,ইউনিয়ন দল নেএী নাহার সুলতানা,ঘোড়াশাল পৌরসভার ওয়ার্ড দলনেতা মো: আলমগীর হোসেন, গজারিয়া ইউনিয়নের ছাএলীগের সভাপতি রফিকুল ইসলাম (ইফতি), ইউপি সমস্য মো.মহসীন মিয়া,সাবেক ইউপি সদস্য মাহবুব আলম, সাংবাদিক সাইফুল ইসলাম,সাংবাদিক তারেক পাঠান, সমাজকর্মী আছিয়া বেগম প্রমূখ। আলোচনা শেষে ৬৪ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণও প্রতি প্রশিক্ষনাথীদের নগদ নয়শত টাকা ও উপজেলা কম্পানী কমান্ডার আশরাফুল আলমের উদ্যোগে একটি করে মেহাগনী গাছের চারা প্রদান করা হয় ।
উল্লেখ যে, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম পলাশে যোগদানের পর থেকে পলাশ উপজেলার অনেক বেকার যুবকে বিভিন্ন রকম গ্রাম ভিওিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের আওতায় এনে বেকার যুবকদের কর্মসংস্থানের আওতায় আনতে সক্ষম হয়েছেন, সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, পলাশ উপজেলা একটি সুন্দর উপজেলা। এই উপজেলাকে আমি আমার নিজের উপজেলা মনে করি, আর তাই আমার নিজের উপজেলায় কোন বেকার যুবক থাকবে আমি তা চাই না, একই বছর পলাশ উপজেলার বাকি ইউনিয়নে গ্রাম ভিওিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ হবার কথা রয়েছে। বেকার যুবকরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেরাই কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এতে করে পলাশ উপজেলার বেকার যুবকের সংখ্যা ও কমে যাচ্ছে। তবে আমার এই কাজের ক্ষেএে সবার সহযোগিতা পেয়েছি ।
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/এএস