রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৪১:৩১

রোহিঙ্গা মুসলমানের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে পলাশে মানববন্ধন

রোহিঙ্গা মুসলমানের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে পলাশে মানববন্ধন

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীদের রোহিঙ্গা নিধন অভিযান। রোহিঙ্গা  মুসলমানের উপর নির্যাতন, গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের স্বদেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিতে নরসিংদীর পলাশ উপজেলায় মানববন্ধন পালন করা হয়েছে।

আজ (রোববার) দুপুরে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেইট প্রাঙ্গণে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির পলাশ শাখার আয়োজনে মানববন্ধনটি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএফএ এর পরিচালক আল-মুজাহিদ হোসেন তুষার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকী, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় সহ সভাপতি শফিকুল ইসলাম রিপন, পলাশ শাখার সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, সাংগঠনিক সম্পাদক আল-আমিন মিয়া, সহ সভাপতি মোস্তফা বাগমার, আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক, মোবারক হোসেন, প্রচার সম্পাদক বায়েজিদ আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মৃধা, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জয় প্রমুখ।
এমটি নিউজ/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে