সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ১২:৪৪:৪৭

রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ৬ ব্যবসায়ী ফিরলেন লাশ হয়ে

 রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ৬ ব্যবসায়ী ফিরলেন লাশ হয়ে

নিউজ ডেস্ক: রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ৬ ব্যবসায়ী ফিরলেন লাশ হয়ে। নরসিংদীর কান্দাইলে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। নিহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী। তারা কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ফিরছিলেন বলে জানা গেছে।

সোমবার সকাল ৭টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ২জন সিলেটের বিয়ানীবাজারের বাবুল হোসেন(৩২) ও রেজাউল করিম(৩৮)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় বাসটি ঢাকা সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয় আরো ৫ জন।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরো ২ জনের মৃত্যু ঘটে। বাকি ৪ জনের লাশ মাধবদী থানায় রাখা হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের নাম পাওয়া গেলেও বাকি ৪ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে