মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ০৭:৫০:২৫

নরসিংদীতে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ৩৭ হাজার ৩ শত ৯৪ জন

নরসিংদীতে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ৩৭ হাজার ৩ শত ৯৪ জন

তারেক পাঠান নরসিংদী, প্রতিনিধিঃ আগামী কাল বুধবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে বৃহত্তর পাবলিক পরীক্ষা ২০১৭ইং সনের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)।

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বছর নরসিংদী জেলার ৬টি উপজেলায় স্থাপিত জেএসসি ও জেডিসির মূল ও ভেন্যু মিলিয়ে ৮৭টি কেন্দ্রে সর্বমোট ৩৭ হাজার ৩ শত ৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে বলে নরসিংদী জেলা প্রশাসকের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে।

তন্মধ্যে নরসিংদী সদর উপজেলায় জেএসসির ১২টি কেন্দ্রে ৭৮৯১ জন, জেডিসির ৩টি কেন্দ্রে ১১৪৬ জন, পলাশ উপজেলায় জেএসসির ৯টি কেন্দ্রে ৩৫৬১ জন ও জেডিসির ২টি কেন্দ্রে ৫০৬ জন, শিবপুর উপজেলায় জেএসসির ১১টি কেন্দ্রে ৫৯৫৪ জন ও জেডিসির ৪টি কেন্দ্রে ৬০৯ জন, মনোহরদী উপজেলায় জেএসসির ১২টি কেন্দ্রে ৩৩৬২ জন ও জেডিসির ৪টি কেন্দ্রে ৭১০ জন, রায়পুরা উপজেলায় জেএসসির ১৬টি কেন্দ্রে ৮৩৭৯ জন ও জেডিসির ৪টি কেন্দ্রে ৭০৬জন এবং বেলাব উপজেলায় জেএসসির ৮টি কেন্দ্রে ৪২৬৫জন ও জেডিসির ২টি কেন্দ্রে ৩০৫ জন পরীক্ষার্থী রয়েছে বলে জানা গেছে ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে