মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ০৯:২৩:১৩

১ নভেম্বর থেকে ৩০ জুন জাটকা ধরা নিষিদ্ধ, অমান্য করলে সর্বোচ্চ ২ বৎসরের কারাদণ্ড

১ নভেম্বর থেকে ৩০ জুন জাটকা ধরা নিষিদ্ধ, অমান্য করলে সর্বোচ্চ ২ বৎসরের কারাদণ্ড

মো: তারেক পাঠান,  নরসিংদী প্রতিনিধি: জাটকা মাছ ধরবো না, ইলিশের ক্ষতি করবো না। বেড়ে ওঠার প্রধান প্রজনন মৌসুমে জাটকা মাছ সংরক্ষণে আগামী ১লা নভেম্বর থেকে আগামী ৩০জুন ২০১৮ইং পর্যন্ত জাটকা মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ সহ ক্রয়-বিক্রয়  নিষিদ্ধ করেছে সরকার ।

মৎস্য ও প্রাণীসম্পদ অধিদপ্তরের এক আদেশে বলা হয়েছে, ১ নভেম্বর থেকে ৩০ জুন ২০১৮ইং পর্যন্ত ১০ ইঞ্চির ছোট জাটকা ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে ।

এরই ধারাবাহিকতায় উল্লেখিত সময়ে আগামী ৮ মাস নরসিংদীর হাটবাজারে  ১০ ইঞ্চির ছোট জাটকা ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ সহ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ।

এ ব্যাপারে জানতে চাইলে পলাশ উপজেলা মৎস্য অফিসার রুবানা ফেরদৌসী সাংবাদিকদের জানান, উপজেলা মৎস্য অধিদপ্তরের অর্থায়নে জনসাধারণের কথা চিন্তা করে, সরকারের আর্দেশ ১০ ইঞ্চির ছোট জাটকা মাছ ধরবো না, ইলিশের ক্ষতি করবো না, আসুন আমরা সবাই মৎস্য আইন মেনে চলি, এই মূল্যবান জাতীয় সম্পদ রক্ষায় সচেতন হই। এই 'স্লােগান' কে সামনে রেখে ইতিমধ্যে পলাশ উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাইকিং, লিপলেট বিলিসহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় ১ নভেম্বর ২০১৭ইং হইতে আগামী ৩০ জুন ২০১৮ইং পর্যন্ত জাটকা মাছ ধরা বন্ধ রাখার প্রচার করা হয়েছে ।

বিশেষ করে, পলাশের দায়িত্বে যেহেতু আমি আছি , সেহেতু পলাশ উপজেলার বিভিন্ন হাট-বাজারে আমাদের টিম গোপনে কাজ করবে । তারপরেও যদি পলাশ উপজেলার কোন মৎস্য জেলে সরকারের এই আইন অমান্য করে জাটকা মাছ আহরণ, বিক্রয় করে, তাহলে তাদেরকে আইনের আওতায় এনে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

তিনি আরো জানান, জাটকা মাছ ধরা বন্ধ রাখার লক্ষে ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন ২০১৮ইং  পর্যন্ত ৮মাস একযুগে সারা বাংলাদেশের সব যায়গায় মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা মাঠে কাজ করবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে