বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ১২:৪২:০৭

ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা পলাশের এমপি পোটন

ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা পলাশের এমপি পোটন

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধিঃ  ব্যবসায়ী ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী-০২ পলাশ আসনের সাংসদ সদস্য ও শিল্পপতি কামরুল আশরাফ খান পোটন।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্বাচিত কর বাহাদুর পরিবার ও সেরা করদাতা ২০১৬-১৭ করবর্ষের ব্যবসায়ী ক্যাটাগরিতে সারা দেশের সেরা করদাতার মধ্যে পলাশের এমপি কামরুল আশরাফ খান পোটন চতুর্থ স্থান অর্জন করেন।

এর আগে ২০১৫-১৬ করবর্ষের দ্বিতীয় শীর্ষ আয়কর দাতার পুরষ্কার ও অর্জন করেন । কামরুল আশরাফ খান ,পোটন ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও বাংলাদেশের ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফ) চেয়ারম্যান।

নীতিমালা অনুযায়ী, দেশের নাগরিক হিসেবে  অন্যতম দায়িত্ব আয়কর প্রদান করা। ত্রই আয়কর প্রদানে উৎসাহিত করার জন্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর শীর্ষ করদাতাদের তালিকা করা হয়। তাদের ট্যাক্সকার্ড প্রদান করা হয়। এই কার্ড দিয়ে করদাতারা বিশেষ-বিশেষ সুবিধা পেয়ে থাকেন।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ,সিটি কর্পোরেশন , পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে। যেকোন ভ্রমণে সড়ক,বিমান বা জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে।

স্বামী-স্ত্রী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধাও দেওয়া হবে। এ ছাড়া বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। তবে, ট্যাক্স কার্ড দেওয়ার পর থেকে এর মেয়াদ থাকবে এক বছর।

এমটি নিউজ/প্রতিনিধি/আ শি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে