বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ০৭:১২:০৩

পলাশে জাঁকজমকভাবে বাঙালীর ঐতিহ্যবাহী সংস্কৃতি নবান্ন উৎসব

পলাশে জাঁকজমকভাবে বাঙালীর ঐতিহ্যবাহী সংস্কৃতি নবান্ন উৎসব

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: বাঙালীর ঐতিহ্যবাহী সংস্কৃতি নবান্ন উৎসব ১৪২৪ সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত্ব  হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার ধান কাটা ও পিঠা উৎসবের মধ্য দিয়ে নবান্নকে বরণ করে নেয় পলাশ উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা ও পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,গজারিয়া ইউনিয়নে চেয়ারম্যান মো: বদরুজ্জামান ভূঁইয়া,পলাশ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম,মহিলা ইউপি সদস্য মাসুমা শিকদার লিজা প্রমুখ।
এ দিগে নবান্ন উৎসব উপলক্ষে সুলতানপুর গ্রামে বিভিন্ন সংগঠনের আয়োজনে নবান্ন মেলায় ভাপা ও পিঠা পুলির ৮টি ষ্ট্রল বসানো হয়েছে। উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী নবান্ন উৎসবে অংশ গ্রহণ করে।   
এমটি নিউজ/আ শি/প্রতিনিধি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে