সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ০৬:৪০:১১

নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতলো পলাশের শিক্ষার্থীরা

 নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতলো পলাশের শিক্ষার্থীরা

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশে ও নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতলো পলাশের শিক্ষার্থীরা । বছরের প্রথম দিনে পলাশের স্কুলে-স্কুলে, মাদ্রাসায়-মাদ্রাসায় ঊৎসবে মাতে কোমলমতি শিশুরা। এমনকি শিক্ষকদের আন্দোলনে ও কমেনি এই উৎসব মাত্রা। সব মিলিয়ে এবার নরসিংদীর পলাশে সরকারী ও বেসরকারী প্রাথমিক ১২৪ টি বিদ্যালয়ে এক লক্ষ বাইশ হাজার পাঁচশত সতেরটি নতুন বই । মাধ্যমিক ও দাখিল স্তরে ৪৩ টি বিদ্যালয়ের মধ্যে,৩৩ টি স্কুলে দুই লক্ষ আষর্টি হাজার নয়শত ১০টি বই,ও বাকি ১০ টি মাদ্রাসায়  এবতেদায়ী শ্রেণীতে সতের হাজার আশি, ও দাখিল শ্রেণীতে  তেতাল্লিশ হাজার দুইশত মোট তিন লক্ষ উনত্রিশ হাজার নব্বই নতুন বই বিনামূল্যে এযুগে বিতরণ করা হয়েছে।

আজ নতুন বছরের প্রথম দিন সোমবার, উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে নতুন বই বিনামূল্যে বিতরণের শুভ উদ্বোধন করেন, নরসিংদী-২ পলাশের সাবেক সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন(দিলীপ),প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন,নরসিংদী-২ পলাশের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খাঁন পোটন।

এ সময় অন্যেনের মধ্যে আর ও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: সোহরাব হোসেন ভূঁইয়া, পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এম ফজলুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, সাংবাদিক সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ (প্রমুখ)।
এমটি নিউজ/প্রতিনিধি/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে