শনিবার, ২৪ মার্চ, ২০১৮, ০৯:০২:৫৫

সাংবাদিকদের সাথে পলাশের নবাগত ওসির মতবিনিময়

সাংবাদিকদের সাথে পলাশের নবাগত ওসির মতবিনিময়

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি: সাংবাদিকদের সাথে পলাশের নবাগত ওসি সাইদুর রহমানের মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত্ব হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পলাশ থানা কক্ষে পলাশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পলাশের বিভিন্ন সমস্যা নিয়ে র্দীঘ দুই ঘন্টা নবাগত ওসির মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত্ব হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনর্চাজ গোলাম মোস্তফা,ওসি তদন্ত বিপল্পব কুমার,পলাশ প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায় য়ায় দিন পত্রিকার সাংবাদিক এস এম সফি,দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক সাধারণ সম্পাদক আশাদ উল্লাহ মনা, দৈনিক যুগান্তরের পত্রিকার পলাশ প্রতিনিধি জাহাঙ্গীর কবির,দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার পলাশ প্রতিনিধি সাংবাদিক নূরে আলম রনি, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আনু।

এ সময় নবাগত ওসি সাংবাদিকদের বলেন,সাংবাদিকরা সমাজের আয়না । উন্নয়নমূলক  রির্পোট করে সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সাংবাদিকরা। বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজ ও দেশকে এগিয়ে নেয়ার আহব্বান জানান এবং পুলিশের দরজা সকলের জন্য উন্মুক্ত,সকলের সুখে -দু:খে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় পলাশ প্রেসক্লাবের সাংবাদিকরা থানা পুলিশের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মতবিনিময় অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার পলাশ প্রতিনিধি আখতারুজ্জামান, দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক জাহিদ হোসেন,বিজয় টিভির সাংবাদিক এস এম মাহবুব, বাংলা টিভির সাংবাদিক শরীফ  ইকবাল রাসেল,দৈনিক গ্রামীণ  দর্পণ পত্রিকার সাংবাদিক আল-আমিন মিয়া , এশিয়ান টিভির সাংবাদিক মুনজুর মোরশেদ,সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার সাংবাদিক এম এ ওয়াদুদ বাচ্চু,দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার সাইফুল ইসলাম, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সাংবাদিক জাহিদ হোসেন, নরসিংদীর সমাচার পত্রিকার সাংবাদিক বায়জিদ আহম্মেদ,দৈনিক মুক্ত খবর পত্রিকার সাংবাদিক আল-আমিন মুন্সী ও নূরনবী সানি,নরসিংদীর বাণী পত্রিকার সাংবাদিক এস এম হাবিব উল্লাহ,দৈনিক আমার সংবাদ ও নিউ নেশন পত্রিকার সাংবাদিক তারেক পাঠান, (প্রমুখ)।

এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে