রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮, ১০:৪২:০৭

নরসিংদীর ৫টি আসনেই আওয়ামী লীগ বিজয়ী

নরসিংদীর ৫টি আসনেই আওয়ামী লীগ বিজয়ী

নরসিংদী: নরসিংদী-১ সদর আসনে (১৩২টি কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম হিরু ২,৭১,০৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কারাবন্দী বিএনপির যুগ্ম মহাসচিব খায়ুল কবির খোকন পেয়েছেন ২৪,৬৮৪ ভোট।

নরসিংদী-২ পলাশ আসনে (৮৮টি কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার আশ্রাফ খান দিলীপ ১,৭৬,৩৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান পেয়েছেন ৭,৩৬০ ভোট ।

নরসিংদী-৩ শিবপুর আসনে (৯৬টি কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক মোহন ৯৪,০৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা পেয়েছেন ৫২,৮৭৬ ভোট ।

নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনে (১৫৪কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ২,৬৩,৬৮০ ভোট পেয়ে বেসরকারীভাবে নিবাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  বিএনপির সরদার সাখাওয়াত হোসেন পেয়েছেন ২০,৪৩১ ভোট।

নরসিংদী-৫ রায়পুরা আসনে (১৬১কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু ২,৯৪,৪৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ২০,৪৩১ ভোট ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে