সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৪৭:২১

আগের দিন নিজের ক'বরের জায়গা নির্ধারণ, পরের দিনই মৃ'ত্যু!

আগের দিন নিজের ক'বরের জায়গা নির্ধারণ, পরের দিনই মৃ'ত্যু!

নরসিংদী থেকে : অনেক সময় অনেকেই নিজের ক'বরের জায়গা ঠিক করে যান। কেউ বাড়ির আ'ঙিনায় কিংবা মসজিদের। তেমনি একজন ৭০ বছর বয়সী জায়েদ আলী। এই বৃদ্ধ নিজের ক'বরের জায়গা নির্ধারণের একদিন পর মা'রা গেলেন। 

আজ সোমবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের পারিবারিক কবরস্থানের নির্ধারিত জায়গায় তাকে দা'ফন করা হয়েছে। এর আগে গতকাল রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তার ম'রদেহ উ'দ্ধা'র করে পুলিশ।

এ ব্যাপারে নবীনগর থানার ওসি রনজিত রায় জানান, দীর্ঘদিন মান'সিক সম'স্যায় ভু'গছিলেন জায়েদ আলী। তিনি নবীনগর উপজেলার মানিকনগর বাজারে একটি নি'র্জ'ন জায়গায় টা'ঙিয়ে থাকতেন। কিন্তু শনিবার বাড়িতে গিয়ে স্বজনদের ডেকে নিজের ক'বরের জায়গা দেখিয়ে দেন তিনি।

গতকাল রবিবার রাতে তার ম'রদে'হ বড়িকান্দি কমিউনিটি ক্লিনিকের সামনে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ম'রদেহ উ'দ্ধার করে হাসপাতাল ম'র্গে পাঠায়। পরে আজ বিকালে শান্তিপুর গ্রামের তার নিজেদের পারিবারিক কব'রস্থা'নের নির্ধারিত জায়গায় তাকে দা'ফন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে