বুধবার, ২০ মে, ২০২০, ০৬:০৫:৪১

নরসিংদীতে দুর্ঘটনার কবলে পরিকল্পনামন্ত্রী, গাড়ির সামনের অংশ দুমরে-মুচরে গেছে

নরসিংদীতে দুর্ঘটনার কবলে পরিকল্পনামন্ত্রী, গাড়ির সামনের অংশ দুমরে-মুচরে গেছে

নরসিংদী থেকে : নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়িটি দুর্ঘ'টনার ক'বলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ দু'মরে-মু'চরে যায়। তবে কোনো হ'তাহ'তের ঘটনা ঘটেনি। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘ'টনা ঘটে। ঘটনার সত্যতা নি'শ্চিত করেছেন রায়পুরা থানার উপ পরির্দশক শাহীন মিয়া।

পরিকল্পনা মন্ত্রীর গাড়ির চালক মো. নেসার জানান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ত্রাণ বিতরণের উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে গাড়িতে করে সিলেটের সুনামগঞ্জ যাচ্ছিলেন। তাকে বহনকারী গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছলে ভৈরব থেকে ছেড়ে আসা নারায়গঞ্জগামী একটি প্রাইভেটকার নিয়'ন্ত্রণ হা'রিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে মুখোমুখি সং'র্ঘষের ঘটনা ঘটে। এতে দুটি গাড়ির সামনের অংশ দু'মরে-মু'চরে যায়। তবে এতে কেউ আহ'ত হয়নি।

পরে অক্ষ'ত অবস্থায় ক্ষ'তিগ্র'স্থ গাড়ি থেকে বের হয়ে অন্য আরেকটি গাড়িতে করে সুনামগঞ্জ রওনা দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ ব্যাপারে রায়পুরা থানার উপ পরির্দশক শাহীন মিয়া জানান, এ ঘটনায় চালক মো. আমজাত হোসেন ও প্রাইভেটকারটি আ'টক করে ভৈরব হাইওয়ে পুলিশের নিকট হ'স্তা'ন্তর করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে