 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটি নিউজ ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক তথ্যমন্ত্রী ড. আব্দুল মঈন খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার বিকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার করার পর চিকিৎসকরা তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আজকে তার সংসদীয় আসন রূপগঞ্জের জিন্দাপার্কে ছাত্রদল ও যুবদলের কর্মী সম্মেলন ছিল। সেখানে তিনি বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।