শনিবার, ১৮ মে, ২০২৪, ০৪:৪৯:৫০

বিকট শব্দে বজ্রপাত, মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

বিকট শব্দে বজ্রপাত, মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : নরসিংদীতে আলাদা বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া এবং শহরতলীর হাজীপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন: আলোকবালী উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০), তার ছেলে ইকবাল হোসেন (১২) এবং করম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২)। এ ঘটনায় কামাল মিয়া নামে ওই ব্যক্তি গুরুতর আহত হন। মৃত ও আহত সবাই সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা। তারা ধান কাটতে জমিতে অবস্থান করছিলেন। এছাড়া সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়ায় মোছলেহউদ্দিন (৫০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে।

মৃতদের স্বজনরা জানান, চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী, সন্তান ও আরও একজনসহ সকাল থেকে মাঠের জমিতে ধান কাটছিলেন। সকাল ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় শরীরে পলিথিন দিয়ে ঢেকে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন তারা। এসময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটলে শরিফা বেগম এবং তার ছেলে ইকবাল ঘটনাস্থলেই মারা যান। 

স্থানীয়রা একজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

এদিকে সদর হাসপাতালের আরএমও ডা. মাহমুদুল কবির বাশার বলেন, ‘বজ্রপাতের ঘটনায় আমাদের হাসপাতালে ৫ জনকে নিয়ে আসা হয়। এর মধ্যে ৪ জনকে মৃত অবস্থায় আর ১ জনকে আহত অবস্থায় পাই। আহত একজন বর্তমানে সুস্থ অবস্থায় আছেন। মৃতের শরীরে বজ্রপাতের কারণে কিছু অংশ পোড়া ছিল।’

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালের মর্গে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে। পরে ৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে