সোমবার, ০৬ জানুয়ারী, ২০২৫, ০১:৫০:০৩

প্রেমিকাকে না পেয়ে মাজারে গিয়ে দুধ দিয়ে গোসল

প্রেমিকাকে না পেয়ে মাজারে গিয়ে দুধ দিয়ে গোসল

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রেমিকাকে না পেয়ে মাজারে গিয়ে দুধ দিয়ে গোসল করলেন এক যুবক।  এলাকাবাসীকে অবাক করে দিল এ দৃশ্য।

জানা যায়, আকাশ মিয়া (২৬) নামে সেই যুবক উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি এলাকার বাসিন্দা। প্রবাসফেরত এই যুবক বর্তমানে নির্মাণ শ্রমিক।

শনিবার দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন আকাশ। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

সিলেটের এক তরুণীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন আকাশ মিয়া। তিন বছরের প্রেমের ইতি টেনে অন্যত্র বিয়ে করেন প্রেমিকা সানজু ইসলাম। এতে ক্ষোভ থেকে দুধ দিয়ে গোসল করে অঙ্গীকার করেন জীবনে কখনও প্রেমে জড়াবেন না ওই প্রেমিক।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার পীর ফতেহ আলী শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে গিয়ে এক গ্যালন দুধ দিয়ে গোসল করেন তিনি। এরপর মাজারের ভেতর প্রবেশ করে মোমবাতি জালিয়ে প্রার্থনা করেন তিনি।

গোসলের ছবি ও ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন , সেই পোস্টে নেটিজেনদের অনেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়।

এ বিষয়ে প্রেমিক আকাশ মিয়া দাবি করেন, ওই প্রেমিক যুগলের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকা সানজুর ভগ্নিপতি। তার কারণেই তাদের প্রেম পূর্ণতা পায়নি। নিজের এক বন্ধুর সঙ্গে গত শুক্রবার জাঁকজমক আয়োজনে সানজুর বিয়ে দেন তিনি।

আকাশ মিয়া আরও বলেন, শুক্রবার বিয়ের সংবাদটি শোনার পরে কষ্ট ও ক্ষোভ থেকে সিদ্ধান্ত নিই জীবনে কখনও প্রেম করব না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে